বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বান্দরবান ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বাবুল খাঁন, বান্দরবান: বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান উক্যনু মার্মানের পদত্যাগের দাবিতে জনসাধারণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

সোমবার সকাল ১১ টায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়।

এ সময় সুয়ালক ইউনিয়নের জনসাধারণ, ছাত্রসমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করেন, গত নির্বাচনে উক্যনু মার্মাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়েছেন। তাদের ধারণা ছিল সে নির্বাচিত হওয়ার পর সকল শ্রেণি-পেশার জনসাধারণের জন্য কাজ করবে কিন্তু নির্বাচনের পর দেখা গেলো তার আসল রূপ।

চেয়ারম্যান নির্বাচিত হয়ে বদলে ফেললো রূপ। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ নেতাদের সাথে ব্যবসা বাণিজ্য ও একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগের নেতাকর্মীদের নিয়ে গড়ে তুলেন সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জুড়িয়ে পড়েন।

সুয়ালক ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ দাবি দ্রুত এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনসাধারণের সেবা গতিশীল রাখা৷

সূত্রের তথ্য মতে, ইতিমধ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে একটি মামলার আসামি চেয়ারম্যান উক্যনু মার্মা। মামলা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তদবির করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ