রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

আরাফাত খাঁন. বান্দরবান: বান্দরবান শহরে কোল ঘেঁষে বয়ে চলা সাঙ্গু নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শনিবার সকালে সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শহরের উজানী পাড়া সাঙ্গু নদীর ঘাট থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। এতে জেলা শহরের বিভিন্ন পাড়া থেকে দলবেঁধে অংশ নেন যুবক যুবতীরা। প্রতিটি নৌকায় ৮ জন সদস্য মাঝি বৈঠার তালে গান গেয়ে বেয়ে যায় তাদের নৌকা।

সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে উৎসবমুখর এ আয়োজন দেখতে সকাল থেকে সাঙ্গু নদীর পাড়ে ভিড় করে হাজারো মানুষ। এসময় প্রতিযোগিতাকে ঘিরে সাঙ্গু নদীর তীরে অনুষ্ঠানস্থলে আয়োজন করা হয় বান্দরবানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান।

দীর্ঘ দিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরা।প্রতিযোগীরা প্রত্যাশা করেন প্রতিবছর হোক এই ধরনের নৌকাবাইচ প্রতিযোগীতাসহ বিলুপ্ত হতে যাওয়া খেলাধুলা।

যুব সমাজকে ক্রীড়া মুখী ও মাদক থেকে দূরে রাখতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজক কমিটি নৌকাবাইচ প্রতিযোগিতার আহবায়ক নিনিপ্রু মারমা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে রয়েছে ৭টি মহিলা দল।

নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকট আবুল কালাম, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, নাছির উদ্দিন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ