মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাধুমেলার ৫৩তম আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাধুমেলার ৫৩তম আসর বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ৩০ সেপ্টেম্বর বেলা ৪ টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল শিল্পীরা। উপস্থিত ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। সাধুমেলায় বাউল শিল্পীদের মধ্যে সুবর্ণা বাউল-এর কন্ঠে পরিবেশিত হয়-‘না জানি কোন সময়, কোন দশা ঘটে আমার’; কৃষ্ণ বাউলের কন্ঠে ‘পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়’; রিতা মন্ডলের কন্ঠে ‘বিনা কাজে ধন উপার্জন কে করতে পারে’; শাহীন বাউলের কন্ঠে ‘বাসূলের দিন সত্য মানো, ডাকো তারে মওলা বলে’ এবং সুবর্ণা হামজা কন্ঠে পরিবেশিত হয় ‘আমার ঘর খানায় কে বিরাজ কর’।

বাউল আয়নাল হক পরিবেশন করেন ‘বড় সংকটে পড়িয়া দয়াল’; মিতুল বাউল ‘বাড়ির কাছে আরশি নগর’; বাউল এম আর মানিক এর কন্ঠে ‘লন্ডনে রুপের বাতি জ্বলছে রে সদয়’; পিউ বাউলের কন্ঠে ‘আধাঁর ঘরে জ্বলেছে বাতি’; ফারুক আউল-এর কন্ঠে ‘অমুত মেঘের বাড়ি মুখের কথায় কি মিলে’ এবং বাউল ফারজানা ইভার কন্ঠে পরিবেশিত হয় ‘ধন্য আশেকিজনা এদিন দুনিয়ায়’। এছাড়া ছিলো ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার-এর কন্ঠে গান’।

জেলা থেকে আগত ও বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা বাউল গান পরিবেশন করেন। কিরন চন্দ্র রায় (মানিকগঞ্জ), শফি মন্ডল (কুষ্টিয়া), ফকির সাহাবুদ্দিন (চট্রগ্রাম), চন্দনা মজুমদার (কুষ্টিয়া), দিল আফরোজ রেবা (ঝিনাইদহ) এবং আরিফ বাউল (ফরিদপুর) এর পরিবেশনা।

এছাড়াও পরিবেশিত ছিলো দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করেন বাউল রুমা আক্তার, বাউল জাকারিয়া শেখ,আউল লিনা খাতুন, সেলিম বাউল, সজিব বাউল মেহবুব সুফিয়ান, বাউল নুরুল ইসলাম শেখ, বাউল সলেমান শেখ, বাউল রিতা মন্ডল, বাউল শাহেদ আলী, রনি বাউল, সেন্টু বাউল, বাউল আবু বক্কর সিদ্দিক, খাইরুল বাউল, বাউল মাহমুদা, শিফা বাউল, মাহাবুব বাউল, তানিয়া বাউল, মিজান বাউল, বাউল কন্যা চৌধুরী, বাউল ওমর আলী, উপমা বাউল, ক্ষ্যাপা মিরাজ বাউল, ফারুক বাউল, বাউল মিনা পাগলা, বাউল এলিজা পুতুল, বাউল নয়ন সাধু, পলি বাউল, ফারুক বাউল এবং বাউল আফসানা ইমু প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ