
কাজী আল আমিন, বিজয়নগর প্রতিনিধি: বিজয়নগরে তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
উপজেলা যুব উন্নয় অফিসার মোস্তাফিজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, তরী বাংলাদেশের বিজয়নগর শাখার সদস্য সচিব সাংবাদিক আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।