
বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় আওলিয়ানগরে চারতলা বিশিষ্ট আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্ধোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়াবাজারে অবস্থিত আউলিয়ানগর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার ভবন উদ্ধোধন ঘোষনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাদ্রাসার ভবন উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আ. হাই মাষ্টার এর সভাপতিত্বে মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হক আল আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিজয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা এইচ এম ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ’সহ শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য বৃক্তিবর্গরা।
চারতলা ভবনের ১৪টি কক্ষ বিশিষ্ট ও ২৪টি ওয়াশরুম বিশিষ্ট মাদ্রাসার জন্য বাজেট ধরা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা।