
সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেছে নীলফামারীর ছেলে নাহিদ হোসেন রিদম।
বৃহস্পতিবার (৩০ শে জুন) রাতে প্রকাশিত হয় বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল। এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে চান্স প্রাপ্ত নাহিদ মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করে।
সে নীলফামারী নটখানা এলাকার মোশারফ হোসেন ও নূরজাহান বেগম দম্পতির সন্তান। সে ২০১৯ সালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করে।
বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নাহিদ তার এ সাফল্যের জন্য সম্পূর্ণ ক্রেডিট প্রথমে তার বাবা-মাকে দিতে চায় এরপর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে শুধু দেশে নয় সারা বিশ্বে তার মেধার স্বীকৃতি রাখতে চায় নাহিদ। এজন্য সকলের দোয়া এবং সহযোগিতা চেয়েছে সে।
নাহিদের মা জানিয়েছেন ছেলে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে মানুষের জন্য কাজ করুক এটাই তার প্রত্যাশা। এদিকে তার বাবা বলেছেন, একটা ভালো রেজাল্টের জন্য অনেক কিছু করতে হয়। খেলাধুলা- বিনোদনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা করা এবং গার্জিয়ান হিসেবে প্রত্যেক বাবা মা যদি সন্তানের সবকিছুর খোঁজ খবর রাখেন তাহলেই সন্তানের ভালো রেজাল্ট করা সম্ভব বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, নাহিদের এমন সাফল্যে আনন্দিত এলাকাবাসী ও তার পরিবার। তার শিক্ষকরাও শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করেছে। পরবর্তীতে আরও ভালোকিছু করে দেশের সেবা করার সক্ষমতা অর্জনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছে সে।
যায়যায়কাল/২জুলাই২০২২/কেএম