
নিজস্ব প্রতিবেদক : বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কর্তৃকস্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে “পারিবারিক তাকাফুল: ধারনা এবং প্রয়োগ” শীর্ষক একটি শরি’আহ্ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
গতকাল রোববার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান কার্যালয়স্থ প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির শরি’আহ্ সুপারভাইজার বোর্ডের সদস্য এবং শরি’আহ্ কনসাল্টেন্ট মুফতি আবদুল্লাহ মাসুম, সিএসএএ।
প্রশিক্ষণে প্রচলিত জীবন বীমা এবং শরি’আহ্ ভিত্তিক তাকাফুলের মধ্যে নীতিগত, মৌলিক পার্থক্য এবং শরি’আহ্ ভিত্তিক তাকাফুলের উপর সম্যক ধারনা প্রদান করা হয়।
শরি’আহ্ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তব্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, বেঙ্গল ইসলামি লাইফ তথাকথিত একটি ইসলামি জীবন বীমা প্রতিষ্ঠান নয় বরং শতভাগ শরি’আহ্ ভিত্তিক মুদারাবা-ওয়াকালাহ হাইব্রিড মডেলে পরিচালিত একটি ইসলামি জীবন বীমা প্রতিষ্ঠান। সম্মানিত তাকাফুল গ্রাহকদের সুদমুক্ত সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পরিষ্কার ধারনা সৃষ্টির লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বলে তিনি জানান। ভবিষ্যতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়েও এমন শরি’আহ্ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।