শনিবার, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈষম্য দূরীকরণে ভোলায় শিক্ষদের মানববন্ধন

রাকিব হোসেন, ভোলা: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ভোলার বোরহানউদ্দিনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন দাবি দাওয়ার বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আয়েশা সিদ্দিকা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহমেদ, মজমের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফয়জুল আলম, পক্ষিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. লোকমান হোসেন প্রমুখ।

পরে শিক্ষক নেতৃবৃন্দ ৪ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট প্রেরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ