
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যদের জন্য গ্রাম আদালত বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জাহিদ সরকার। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের কার্যক্রম, আইনি কাঠামো এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন এবং স্থানীয় পর্যায়ে আইনগত সমস্যার সমাধানে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে জ্ঞান অর্জন করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ সদস্যরা আরও দক্ষ হয়ে উঠবেন এবং স্থানীয় পর্যায়ে বিচারিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে।