মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যতিক্রমী উদ্যোগ আবদুল মালেক লেদু চেয়ারম্যান বৃত্তি

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল মালেক লেদু তাঁর জীবদ্দশায় সমাজ ও এলাকায় নানানভাবে অনন্য অবদান রেখে গেছেন। একই সাথে তাঁর পরিবারও চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সেবা কার্যক্রম।

তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এবার বৃত্তি পরীক্ষা আয়োজন একটি ব্যতিক্রমী উদ্যোগ।

আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ব্যানারে এই প্রথম সংগঠনটি শিক্ষার্থীদের জন্য বৃত্তি আয়োজন করল। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা।

এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মান্নান ও কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আবদুল হান্নান গণমাধ্যমকে জানান, প্রথম আয়োজনের এ পরীক্ষায় ৬২টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়েরসহ মোট ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

৪র্থ শ্রেণিতে ৩১২ জন, ৫ম শ্রেণিতে ৩৩২ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ১৯৪ জন ও ৮ম শ্রেণিতে ১৪০ জনসহ সর্বমোট ৯৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া। এ-সময় আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সাউথ সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ফিরোজ খান, আহসান জামিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান, পরীক্ষার সমন্বয়ক ও আবদুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মিহির রঞ্জন নাথ, মাইন উদ্দিন, সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজকর্মী নিজাম উদ্দিন, শাহরিয়ার হাসান সজিব, নজরুল ইসলাম, সাংবাদিক বাদল রায় স্বাধীন, ইলিয়াছ সুমন, নজরুল নাঈম, নাইমুর রহমান দুর্জয়, পরীক্ষা ব্যবস্হপনা কমিটির আহ্বায়ক কাজী মাহবুবুর রহিম, সংগঠনের সদস্য কিরণ আলী, মামুনুর রশিদ, মো. নাছির পনির, মো. শোয়াইব ও ইবনুর সারমান ইরান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ