বুধবার, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি ব্যাপক আয়োজনে গ্রহণ করা হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আগামী ২ নভম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো.হেলাল উদ্দিন, তাজ মো.ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন প্রমুখ।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির প্রস্তাবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারকে সর্বসম্মতিভাবে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মনোনীত করা হয়। একইসাথে সভাপতির প্রস্তাবে উপস্থিত সদস্যদের সমর্থনে কয়েকটি উপকমিটিও গঠন করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে আল মামুন সরকার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা প্রস্তাব গ্রহণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলন,আগামী ২ নভম্বর সম্মেলন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আশা করছি যথাসময়ে ব্যাপক আয়োজনে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ