
সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ২১ তম নাইট চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলার বুধল শুভেচ্ছা বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত বুধবার রাতে এ খেলার উদ্বোধন করেন টাটা ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক। এ খেলায় ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা করবেন।
শফিকুল ইসলাম বলেন, ২১তম মিনি চাইনিজ বার ফুটবল খেলাটি দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক আসছেন। ফাইনাল খেলায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
খেলাটির আর্থিক সহায়তা করেন টাটা ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
এলাকার সাধারণ মানুষরা বলেন, এ ফুটবল খেলা দেখে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যবাহী খেলা প্রতিটি গ্রামে ফিরে আসবে বলে মনে করছেন অনেকেই।