
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে লড়বেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আবুল হোসেন আজাদ। তিনি নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মুনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
জানা যায়, গত ২৩ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ঘোষিত ওই তফসিল অনুযায়ী; মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
তফসিল ঘোষণার পর থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় নবীনগর থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নিজের প্রার্থীতার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন আজাদ।।
তিনি বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। আমার বিশ্বাস আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা আমার কাজের মূল্যায়ন করবেন বলে আশা করছি। নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে নবীনগরবাসীর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো, ইনশাআল্লাহ।