
তানভীর হাসান তৌফিক, (আশুগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আশুগঞ্জ থেকে সদস্য পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তরুণ সমাজ সেবক ও শিল্পপতি মো. বিল্লাল ভুইয়া। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু ভুইয়ার ছেলে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
তফসিল ঘোষণার পর থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জ থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নিজের প্রার্থীতার কথা জানিয়েছেন মো. বিল্লাল ভুইয়া।
এদিকে সদস্য পদে প্রার্থী মো. বিল্লাল ভুইয়া জানান,আমি দীর্ঘদিন ধরে সমাজ সেবায় কাজ করছি।বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করি। আমার বিশ্বাস আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সম্মানিত ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন বলে আশা করছি।ভোটাররা আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচিত হওয়ার পর সকলকে সঙ্গে নিয়ে আশুগঞ্জের প্রতি ইউনিয়নে জেলা পরিষদ কর্তৃক উন্নয়ন কাজে সব সময় নিজেকে নিয়োজিত রাখবো।
যায়যায়কাল/০৫সেপ্টেম্বর২০২২/কেএম