
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি মো. বাবুল মিয়া।
গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন জমা দেন।
তফসিল ঘোষণার পর থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর ৪নং ওয়ার্ড থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নিজের মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন মো. বাবুল মিয়া।
তিনি বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। আমার বিশ্বাস আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা আমার কাজের মূল্যায়ন করবেন বলে আশা করছি। নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে ব্রাহ্মণবাড়িয়া সদর ৪নং ওয়ার্ড বাসীর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো, ইনশাআল্লাহ।
উল্লেখ্য গত ২৩ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ঘোষিত ওই তফসিল অনুযায়ী; মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।