
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে জেলা প্রশাসনের এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে নতুন প্রাণ পাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়ক।
‘ব্রাহ্মণবাড়িয়া হবে রঙিন’ এই স্লোগানে শিগগির সড়কের দুইপাশে রোপণ করা হবে পাঁচ হাজারেরও বেশি নানা প্রজাতির ফুলগাছ।
এই প্রকল্পে অংশগ্রহণ করছে জেলার সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনসমূহসহ সদর ও বিজয়নগর উপজেলার সাধারণ মানুষ। এতে করে শুধু পরিবেশ রক্ষা নয়, তৈরি হচ্ছে সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির মাধ্যমে শহরের পরিবেশ যেমন হবে শোভনীয় ও নির্মল, তেমনি গড়ে উঠবে সবুজ-সৌন্দর্যের এক উজ্জ্বল নিদর্শন। ফুলগাছগুলোর মধ্যে থাকবে গন্ধরাজ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচূড়া, জারবেরা, বোগেনভেলিয়া প্রভৃতি প্রজাতি, যা বছরব্যাপী নানা ঋতুর রঙে ভরিয়ে দেবে সড়কপথ।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন উদ্যোগ শুধু দৃষ্টিনন্দন পরিবেশই তৈরি করবে না, বরং শিশু-কিশোরদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিচ্ছন্নতার বোধও জাগ্রত করবে।
সড়কপথে প্রতিটি গাছের পরিচর্যার জন্য নিয়োগ দেওয়া হবে দায়িত্বপ্রাপ্ত টিম, যাতে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। পাশাপাশি থাকবে পরিচ্ছন্নতা কার্যক্রম ও পর্যবেক্ষণ টিমের সার্বক্ষণিক তদারকি।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ব্রাহ্মণবাড়িয়া গড়াই আমাদের লক্ষ্য। এই প্রকল্প শুধুমাত্র শহরকে রঙিন করার জন্য নয়, এটি নাগরিকদের মধ্যে সচেতনতা, সহমর্মিতা ও সৌন্দর্যবোধ জাগ্রত করার একটি প্রয়াস। আমরা চাই, আগামী প্রজন্ম একটি সবুজ ও প্রাণবন্ত শহর পাক। এই লক্ষ্যে সবার সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করছে।’
ব্রাহ্মণবাড়িয়া হবে রঙিন’ প্রকল্পটি যেন এক উজ্জ্বল বার্তা দেয় পুরো জাতিকে—পরিবেশের প্রতি ভালোবাসা মানেই নিজের ভবিষ্যতের প্রতি যত্ন।