

নিজস্ব প্রতিবেদক, সুদীপ দেবনাথ (রিমন সূর্য)
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিমরাইলকান্দি শ্মশান ঘাট এলাকা থেকে শুরু হয়ে মেড্ডা এলাকার কালাগাজীর মাজার পর্যন্ত অংশে এ বাইচ হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেন বহুজাতিক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড।
বিকেল সাড়ে তিনটার দিকে শহরের শিমরাইলকান্দি শ্মশাট ঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক মো: শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: শাহগীর আলম জানান, বিগত দুই বছর করোনাভাইরাসের প্রভাবে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি।
জেলার বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ, নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে ১৩টি নৌকা মোট পাঁচ পর্বে এবারের প্রতিযোগিতায় অংশ নেয়।
এরমধ্যে আবদুল আলীর নৌকা প্রথম, জাকির হোসেনের নৌকা দ্বিতীয় এবং মো. সেলিম মিয়ার নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগীতায় প্রথম হওয়া নৌকাকে ১ লাখ টাকা, দ্বিতীয় হওয়া নৌকাকে ৬০ হাজার ও তৃতীয় হওয়া নৌকাকে ৩০ হাজার টাকা দেয়া হয়।

বিকেলে মেড্ডা সরকারি শিশু পরিবার পয়েন্টে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও পৌর মেয়র মিসেস নায়ার কবির। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা, রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিমন/সুদীপ