
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরের দীঘি থেকে যদু গোপাল পাল (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ফান্দাউক ইস্কন মন্দিরের উত্তর পশ্চিম পাশের দীঘি থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। যদু গোপাল পাল উপজেলার ফান্দাউক গ্রামের মৃত জগৎ চন্দ্র পালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৮টা থেকে যদু গোপাল পাল নিখোঁজ ছিলেন। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার তার বাড়ির পাশের ইস্কন মন্দিরের উত্তর পশ্চিম পাশের দীঘিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, যদু গোপাল পাল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে দীঘিতে ডুবে মারা যান।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ইস্কন মন্দিরের দীঘি থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর আসল কারণ বলা যাচ্ছে না।