রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

তানভীর হাসান তৌফিক, যায়যায়কাল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় উপজেলার বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে সিলেট থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী এক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুইটির উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার পরপরই চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

যায়যায়কাল/২৭এপ্রিল২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ