
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
সম্মিলিত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামির রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই দোয়ার আয়োজন করা হয়।
সম্মিলিত সাংবাদিক ইউনিয়ন
ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি হাবিবুর রহমান পারভেজ এর সভাপতিত্বে ও সম্মিলিত সাংবাদিক ইউনিয়নের সাহিত্য সম্পাদক সোহেল আহাদের সঞ্চালনায় অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ ,জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন, জেলা আওয়ামীলীগ শিল্প বিষয়ক সম্পাদক শাহ আলম সরকার, সাহিত্য একাডেমি সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা নাগরিক ফোরাম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম বিশিষ্ট শিল্পপতি দেওয়ান মারুফ, জেলা খেলাঘর সম্পাদক নীহার রঞ্জন সরকার, আবু হাসনাত অপু প্রমূহ।
সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিদি সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন মোশাররফ হোসেন বেলাল, সময় টিভি পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, দৈনিক কালেরকণ্ঠ জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, রাইজিং বিডির প্রতিনিধি মাঈন উদ্দিন রুবেল, দেশ টিভি জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, দৈনিক যায়যায় কালের জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আজহারউদ্দীন ও নিউজ বাংলার প্রতিনিধি মাজহারুল ইসলাম অভি প্রমূহ।
রিয়াজ উদ্দিন জামীর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত প্রার্থনা করেন মাওলানা মো. ইদ্রিস।












