বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ,৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
Mujib

/ ,

, এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপি’র শোক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র মৃত্যুতে গভীর ‘শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ‘দৈনিক যায়যায়কাল’ এর উপদেষ্টা সম্পাদক ও ‘দ্যা ডেইলি মর্নিং সান’ এর প্রধান সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

আজ মঙ্গলবার (৭ মার্চ) এক শোকবার্তায় র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রিয়াজ উদ্দিন জামি সোমবার (৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

রিয়াজ উদ্দিন জামি’র মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তাঁর ছোট ভাই শিহাব উদ্দিন বিপু।

গত বছরের আগস্টে ক্যানসারে আক্রান্ত হন সাংবাদিক রিয়াজ উদ্দিন জামি। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মহেষপুরে। তিনি অধ্যাপক আব্দুস শহিদ ও ফাতেমা শহিদের দ্বিতীয় ছেলে।

তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দুই বারের সাধারণ সম্পাদক ও দুই বার সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদেও ছিলেন। তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর, দৈনিক জনকন্ঠে স্টাফ রিপোর্টার পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুকালে রিয়াজ উদ্দিন জামি স্ত্রী, দুই পুত্র সন্তান, দুই ভাই ও ছয় বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ