রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাঙ্গা সড়ক সংস্কার করলেন ডাক্তার সোলায়মান

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পত্তন বাজারে পূর্ব পাশের ভাঙ্গা সড়কটি ইট-বালু দিয়ে নতুন ভাবে সংস্কার করেছেন অর্থোপেডিক্স স্পেশালিষ্ট ডা. সোলায়মান মিয়া৷

শুক্রবার (১৫ জুলাই) দিনভর, ডা. সোলায়মানের নির্দেশে ও অর্থায়নে উপজেলার ৬নং পত্তন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কয়েকটি গ্রামে টানা বৃষ্টিতে ভেঙ্গে যাওয়া সড়কের ফুলবাড়িয়ার অংশটি স্বেচ্ছাশ্রমে ইট ও বালি দিয়ে সংস্কার করা হয়।

সরজমিনে গিয়ে জানা যায়, আপাতত রাস্তাটি নতুন ভাবে সংস্কার করায় কয়েকদিন ভাল যাবে। তবে ফুলবাড়িয়া গ্রামের বৃষ্টি পানি এই রাস্তা দিয়ে নেমে আসে বলে আবারও রাস্তাটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত রাস্তাটি সরকারি ভাবে সংস্কার করা হলে একটি স্থায়ী সমাধান হবে৷

এলাকাবাসী জানান, আজকে থেকে প্রায়ই ৩ বছর আগে এই রাস্তাটি চম্পকনগর বাজার, নোয়াগাঁও মোড়, আদমপুর, ফুলবাড়িয়া ও পত্তন চক বাজারে মানুষের চলাফেরা ও আসা-যাওয়া অন্যতম ছিল। কিন্তু দীর্ঘদিন বৃষ্টির পানি জমতে জমতে রাস্তাটি ভেঙ্গে যায়। যার ফলে এলাকার মানুষ নানান সমস্যায় পড়েন। আজকে এই রাস্তাটি সংস্কার করায় এলাকার মানুষদের চলাফেরা সহজ হয়েছে। এই রাস্তা দিয়ে খুব সহজে সিএনজি ও অটোরিকশা চলতে পারবে ও মানুষ যাতায়াত করতে পারবে। তবে বৃষ্টির পানিতে আবার সড়কটি ভেঙ্গে যেতে পারে।

ভাঙ্গা সড়ক সংস্কার কাজ দেখে আনন্দে আত্মহারা হয়ে রিকশা চালক হিরন মিয়া বলেন, সত্যি আমরা ভাগ্যবান। এমন একজন ডাক্তার সাহেব আছেই বলে রাস্তাটির কাজ হয়েছে। প্রায় ৩ বছর যাবত রাস্তাটি ভাঙ্গা। কেউ রাস্তাটি সংস্কার করতে আসেনি। ডাক্তার সাহেব এগিয়ে না আসলে হয়তো রাস্তাটি সংস্কার হতো না।

পত্তন ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেন বলেন, সত্যিই মহতি কাজ। ডাক্তার সাহেব চিকিৎসার পাশাপাশি এলাকার মানুষের জীবন-মানের কথা চিন্তা করে এ রাস্তা সংস্কার কাজ করেছেন। এর আগেও তিনি এ গ্রাম বিনামূল্যে ৫শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছিলেন। এছাড়াও ডাক্তার সাহেব এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন।

এব্যাপারে ডা. সোলায়মান বলেন, আমি এই গ্রামের সন্তান। গ্রামের মানুষদের সাথে ছোট থেকে বড় হয়েছি। গ্রামের সন্তান হিসেবে এলাকায় উন্নয়নে কাজ করা আমার নৈতিক দায়িত্ব। গ্রামের মানুষদের চিকিৎসা সেবা নিয়ে অনেক পরিকল্পনা আছে। দোয়া করবেন, এভাবেই যেন মানুষের সেবা করতে পারি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ