
কৌশিক চৌধুরী, হিলি : কোরবানির পশুর চামড়া অবৈধ পথে ভারতে পাচার রোধে হিলি সীমান্তসহ আশপাসা এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, চামড়া আমাদের দেশের সম্পদ। এটি যাতে কোনে ভোবে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচার না হয়, সে জন্য সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ব্যাটালিয়নের অধীন যেসব বিজিবির পোস্ট ও ক্যাম্প রয়েছে, সেগুলোতে এ বিষয়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাকিমপুর থান অফিসার ইনর্চাজ দুলাল হোসেন বলেন, কোরবানি পশুর চামড়া কেউ যেন মজুতকরে ভারতে পাচার করতে না পরে। সেইলক্ষে হিলি সীসান্তে বিজিবির পশাপাসী বাংলাদেশ পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়াও সীমান্তের বিভিন্নি এলাকায় পুলিশের টহলেন ব্যবস্থার পাশাপাসী পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়াও নেওয়া হয়েছে বাড়তি সতকর্তামূলক।
তিনি আরো বলেন, কেউ যুদি কোরবানি চামড়া পাচার করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।