মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালুকায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, বাচ্চা কোলে নিয়ে পিতার আহাজারি

আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভড়াডোবা ইউনিয়নের পুরুড়া এলাকায়।

এ ঘটনায় মাছুম বাচ্চা কোলে নিয়ে অসহায় পিতার আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের রফিকুল ইসলামের সাথে তারই চাচাতো ভাই সোহেল ও রোবেলের জমিজমা-পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে কথিত বিএনপি নেতা সোহেল ও রোবেলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর শুরু করে।

এতে রফিকুল ও তার ভাই আনোয়ার প্রতিবাদ করায় তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে সোহেল ও রোবেলসহ মোট চারজনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে বসতবাড়ি ভাঙচুর করার পর শিশু সন্তানসহ পরিবার নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন রফিকুলের ভাই আনোয়ার ইসলাম।

শিশু সন্তানকে নিয়ে ঘুমাবে কোথায় বার বার এমনি প্রশ্ন নিয়ে প্রতিবেদককে বলেন, ঘরবাড়ি ভাঙচুর করে দিয়েছে প্রতিপক্ষরা। দিন এনে দিন খায়, কিভাবে বাড়ি বানাবে। পরিবার নিয়ে কোথায় মাথা গোঁজবে। সর্বস্ব ঠাঁইটুকু কেড়ে নিয়েছে চাচাতো ভাইয়েরা।

এমন জঘন্য ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ