
নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার এক ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার বিকেল ৩ ঘটিকায় ভূরুঙ্গামারী সাব রেজিস্টার অফিসের সামনে থেকে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের আলহাজ্ব মাহাতাব উদ্দিনের পুত্র।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ( ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।