শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নগর পরিচালনা ও অবকাঠামো প্রকল্পের আওতাধীন এডিবি ও এএফডি এর সহায়তা পুষ্ট ৬১টি পৌরসভার মাস্টার প্ল্যান প্রস্তুতকরণে পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই সদস্যের একটি টিম মুন্সীগঞ্জ পৌরসভা পরিদর্শন করেন।
এসময় পরিদর্শনকারী দলের টিম লিডার প্রজেক্টের জিআইএস ও রিমোট সেনসিং ফটোগ্র্যামাটিকস সাইদুর রহমান জানান, বর্তমানে ১৫টি পৌরসভার উপর মাস্টার প্ল্যান কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জ পৌরসভা পৌরসভা ও মিরকাদিম পৌরসভা এই প্ল্যানের অন্তর্ভুক্ত।
তিনি জানান, মাস্টার প্ল্যান এর অংশ হিসেবে তারা বিভিন্ন উপায়ে সার্ভে করবেন ড্রোন সার্ভে, মৌজা ম্যাপ সার্ভে, এরপর মাস্টার প্ল্যানের প্রস্তুতি নেওয়া হবে। তারা পরিদর্শনে এসে পৌরসভার দুরাবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন এবং প্রকৌশলীদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।
এ সময় তিনি জানান, বিভিন্ন উপায়ে তারা মাস্টার প্ল্যান প্রস্তুত করবেন। তার মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ পৌরসভার
প্রকৌশলীদের অ্যাসেসমেন্ট, তাদের চাহিদা, পারিপার্শ্বিক অবস্থা- সকল বিষয় বিবেচনা করে এবং পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের জনগণের সাথে মত বিনিময় এবং পরামর্শের মাধ্যমে তারা পরবর্তী করণীয় ঠিক করবেন।
গ্রামার সার্ভের মাধ্যমে ডিজিটাল সার্ভে করে এখানকার প্রকৌশলীদের পূর্ব পরিকল্পনা ও ভবিষ্যত চাহিদার সমন্বয় ঘটিয়ে এ মাস্টার প্ল্যানের কার্যক্রম শুরুর প্রস্তুতি হবে। তার আগে মোটিভেশনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনসহ বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণির জনগণের সাথে আলোচনার মাধ্যমে প্রাথমিক সূচনা করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রায় ১৮ মাস থেকে দুই বছর পর্যন্ত লাগতে পারে। এটা কোন একক পরিকল্পনা না সবার সম্মিলি৷ সহযোগিতায় বিভিন্ন ধাপে ধাপে এই মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।