
কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২২) বাঁচতে চান। সরকার ও দেশবাসীর আর্থিক সহযোগিতায় উন্নত চিকিৎসায় সুস্থ জীবন ফিরে পেতে চান তিনি।
জানা যায়, আলআমিনের বাবা আব্দুল মান্নান একজন বয়স্ক মানুষ। মা গত তিন বছর আগে মারা যান। বাবা ৮০ বছর বয়সে নিজের আহার জোগাতে বাঁশ বেতের তৈরি খাঁচা খলই তৈরি করে বিক্রি করে কোনো রকম বেঁচে আছেন। আল আমিনের এক ভাই থাকলেও বড় ভাইয়ের সংসারেও টানাপোড়া চলছে। বোনের আশ্রয়ে চলছে তার দু’বেলার দুমুঠো ভাত। নাই কোন বসত ভিটে ও জায়গা সম্পত্তি। বর্তমানে যেখানে আশ্রয় নিয়েছে সেটাও কারো দয়ায় সরকারি খাস জমিতে কবরস্থানের উপরে পলিথিনের ভাঙ্গাচুরা ঘরে আছেন। দেখলে মনে হয় খামার।
আলআমিন পঞ্চম শ্রেণী পড়ে বাড়ি ছেড়ে ঢাকায় চলে গিয়েছিলেন, সেখান থেকে আট বছর পর বাড়ি ফেরার এক বছরের মাথায় হঠাৎ করে পিঠের মেরুদন্ডের সমস্যা হয়। উপজেলায় বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নেন। গত দুই বছর যাবত যে একবারে অচল অবস্থায় ঘরে শায়িত। চিকিৎসার অভাবে ও অনাহারে ছোট বোনের কাছে বুঝা হয়ে আছে। অসুস্থ আল আমিনের আর্তনাদ, সমাজে বৃত্তশালী ও সরকারের কাছে চিকিৎসার ব্যয় প্রার্থনা করেন এবং সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে চান। অসুস্থ আল আমিনের মোবাইল নম্বর 01953573134.