
মোঃ সাখাওয়াত হোসেন, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা মোঃ গোলাম কিবরিয়া সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য ও পুরস্কার প্রদান করেন মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম তালুকদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হাক্কানী, বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া সরকার কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ তাহমিনা বেগম।
ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওসমান গনির সঞ্চালনায়
সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াদুত সরকার, সাবেক সহকারী প্রধান আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান, আতাউর রহমান মেম্বার, রফিক সরকার, ডাঃ কবির আহমদ, গোলাম কিবরিয়া, খোকন আহমেদ, ফজলুল রহমান বাবুল, আবু নাসের দুলাল, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম ভূঁইয়া এবং বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।