
জাহিদ মাহমুদ,মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাপস আলী (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত তাপস বাদিয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার (২৭মে) বিকেলের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, তাপস শুক্রবার দুপুরের দিকে গ্রামের মাঠে আমগাছের ডালে উঠে আম পাড়ছিল। এসময় আকস্মিক ভাবে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। মাঠে কর্মরত কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল রেফার করেন। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যায়যায়কাল/২৭মে২০২২/কেএম/