মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

শাহিনুর রহমান (মোহনপুর) রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার একদিলতলা হাটের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিপরীত মুখ থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এসএম আব্দুর রহিম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনিও এক মোটরসাইকেলের যাত্রী ছিলেন।

নিহত আব্দুর রহিমের সাথে থাকা রফিকুল ইসলাম আহত হয়েছেন। আহত রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার দুপুর ২টার সময় এ ঘটনা ঘটে। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত রফিকুল ইসলাম জানান, নিহত আব্দুর রহিম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ঘোরগ্রাম গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি নওগাঁর শান্তাহারে জিএম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রোববার ঐ এলাকার ছয়জন শিক্ষক রাজশাহী শিক্ষা বোর্ডে কাজে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি স্পটে নিহত হয়েছেন বলে জানান তিনি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত হন। এ বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ