বুধবার, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

যমুনা সেতু মহাসড়কের ২১ কিলোমিটার জুড়ে যানজট

ফরমান শেখ: ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কয়েকগুণ যানবাহনের অতিরিক্ত চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে মহাসড়কের যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের আশেরপুর বাইপাস পর্যন্ত ২১ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন হয়েছে, থেমে থেমে চলছে যানবাহন।

বৃহস্পতিবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে। তবে পুলিশ বলছে যানজট নিরসনে তারা কাজ করছে।

রংপুরগীম রংধনু এক্সপ্রেসের চালক হাসান আলী বলেন, টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় যানজটের কবলে পড়েছি। মাঝে মধ্যে গাড়ি থেমে থেমে চলে। যানজটের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমরা নিরসলভাবে কাজ করছি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। টোল আদায়ে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ