মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যায়যায়কালে সংবাদ প্রকাশের পর রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুলের বদলি

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: দৈনিক যায়যায়কালে সংবাদ প্রকাশের পর অবশেষে প্রতারণা মামলায় চার্জশিটভুক্ত আসামি বহুল আলোচিত রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হককে বদলি করা হয়েছে। রাজশাহী টিটিসি থেকে তাকে বগুড়া টিটিসিতে বদলি করা হয়।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রশাসন ও অর্থ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ ও পরিচালনা) প্রকৌশলী মো. সালাহ উদ্দিন বলেন,আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাকে (অধ্যক্ষ) সংযুক্তিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যাণ্ড রিলিজ) বলে গণ্য হবেন।

ক্ষমতাচ্যুত আ.লীগ সরকারের কিছু মন্ত্রী,এমপি ও দলটির কতিপয় নেতার অত্যন্ত ঘণিষ্ঠ হিসেবে বহুল পরিচিত এই অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে এরই মধ্যে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করেছেন। তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ কর্মসূচি,উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসব নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ চলে আসছিল।

অধ্যক্ষ এমদাদুল হকের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের নারী চীফ ইনস্ট্রাক্টর (জেনারেল ইলেকট্রনিক্স) সাঈদা মমতাজ নাহরীনা ইকবালকে আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগও রয়েছে। অধ্যক্ষের আপত্তিকর ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন অজুহাতে ওই নারী চীফ ইনস্ট্রাক্টরকে হয়রানি করা এবং হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের (ডিজি) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী চীফ ইনস্ট্রাক্টর সাঈদা মমতাজ নাহরীনা ইকবাল।

এসব বিষয় নিয়ে দৈনিক যায়যায়কাল সহ ঢাকা থেকে প্রকাশিত ও স্থানীয় একাধিক সংবাদ প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। অবশেষে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হককে বদলি করা হলো।

তবে এ বিষয়ে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ