বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

যৌন হয়রানির তথ্য সংগ্রহ করতে গিয়ে পল্লবীতে নারী সাংবাদিককে গণধর্ষণ, আটক ২

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দারা দুইজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নজরুল আরও জানান, ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

সূত্র জানিয়েছে, ওই নারী একটি অনলাইন পোর্টালে সাংবাদিক হিসেবে কর্মরত।

‘গত রাত ১১টার দিকে মাটিকাটা এলাকায় এক নারীকে যৌন হয়রানির তথ্য পেয়ে মঙ্গলবার সকালে তিনি ওই এলাকায় গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর একদল লোক তাকে জোর করে বারনটেক এলাকার একটি আবাসন প্রকল্পের নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে,’ বলেন নজরুল।

তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে ওই নারীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে এবং ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যায়। তবে ততক্ষণে অপরাধীরা ভবন ছেড়ে চলে যায়।’

স্থানীয় বাসিন্দারা ভবনের দুই তত্ত্বাবধায়ক এনামুল হক (৩৮) ও হামিদুর রহমানকে (৫৩) আটক করে ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করে। ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাদের পল্লবী থানায় হস্তান্তর করেছে, বলেন নজরুল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *