শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাজধানীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ বুধবার বেইলি রোডে গণপূর্তমন্ত্রীর সরকারি বাসভবনে এ সভা হয়।

সভায় আসন্ন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়।

আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সভাপতি নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন উবায়দুল মোকতাদির চৌধুরী।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরি মন্টু, জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি হাজী মোহাম্মদ হেলাল উদ্দিনসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা, সদর ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ