শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজপথ ইজারা দেইনি: বিএনপিকে কাদের

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খুলনার জনসভায় বিএনপি চিহ্নিত সন্ত্রাসীদের জড়ো করেছে বলেও দাবি তার।

তিনি বলেন, এখন তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো, তাদের উদ্দেশ্য হলো তারা লাশ ফেলতে চায়। লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু তাদের এই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না। আমরা কোনো প্রকাশ উসকানি দেব না।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি রাজপথ দখলে নিয়েছে বলে যে দাবি করেছে- সে বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘রাজপথ, সেটা রাজধানী ঢাকার রাজপথে সময় হলে দেখা যাবে। আমি তো তাদের বলেছি, আপনারা খেলতে চান? আসুন মাঠে। রাজপথ আমরা কাউকে ইজারা দেই নাই।’

শনিবার বেলা ১১টার দিকে শুরু হয় খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ। দলটির অভিযোগ সমাবেশের কয়েকদিন আগে থেকেই পুলিশ তাদের নেতা-কর্মীদের বাড়ি গিয়ে হয়রানি করছে।

এদিকে দুপুরে খুলনা রেল স্টেশনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ বাধে বলে জানিয়েছেন খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার। পুলিশ আসলে উত্তেজিত বিএনপি কর্মী-সমর্থকরা স্টেশনের কাচ ভাঙচুর করে।

আওয়ামী লীগ কোন উসকানি দেবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা যা বলছি রাজনৈতিক ভাবে বলছি, আমরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে চাই। আর তারা যদি তাদের ১৩ / ১৪ সালের মত সহিংসতার অবস্থানে আছে। এখন ২০২২ সাল। এখানে উদ্ভূত পরিস্থিতি যেভাবে মোকাবিলা করতে হয় তার সমুচিত জবাব আমরা দেব।’

কোনো নেতা-কর্মী আহত বা নিহত হলে এর দায় সরকারকে নিতে হবে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন তারা যদি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়, এখানে সরকার দায় নেবে না।’

তিনি বলেন, ‘ডিসেম্বরের রাজপথের চেতনা আমরা ধারণ করি। বিজয়ের চেতনা বিএনপির নেই, কাজেই রাজপথের যে মোকাবিলা, বিএনপির এখানে চ্যালেঞ্জ করার কিছু নেই। ডিসেম্বর মাস আসুক আমরা ক্ষমতায় আছি, আমরা হুট করে মাথা গরম করব? এটা উচিত নয়।

আওয়ামী লীগ সরকার দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘দেশটা শান্তিতে থাকুক, মানুষ স্বস্তিতে থাকুক, সেটাই আমরা চাই। আমরা চাই না দেশে অশান্তি হোক, বিশৃঙ্খলা হোক। সেটা তো ক্ষমতাসীন দল হিসেবে আমাদেরই ক্ষতি।’

তিনি বলেন, আমরা ক্ষতিটা কেন গায়ে পড়ে ডেকে আনব? আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। তারা এখন লাঠির সঙ্গে জাতীয় পতাকা নিয়ে এল, ভয় দেখাচ্ছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *