শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

রাবির মন্নুজান হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক রাশিদা 

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের নতুন প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রাশিদা খাতুন। 

হল প্রাধ্যক্ষকের দায়িত্বে থাকা রসায়ন বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিনের মেয়াদ শেষ হওয়ায় শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুসারে ০৩ সেপ্টেম্বর, ২০২২ থেকে পরবর্তী তিন বছরের জন্য অধ্যাপক রাশিদা খাতুন প্রাধ্যক্ষকের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনকালে তিনি ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধাসহ প্রতিমাসে ৬ হাজার টাকা করে সম্মানী পাবেন।

অধ্যাপক রাশিদা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগ থেকে ২০০৫ সালে স্নাতক ও ২০০৭ সালে  স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২২  সালের ১৩ জানুয়ারি অধ্যাপক পদে পদোন্নতি পান।

যায়যায়কাল/০৪সেপ্টেম্বর২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *