শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জের চক গোবিন্দপুরে কৃষি জমি কাটার মহোৎসব, প্রশাসন নিরব

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর দক্ষিণ পাড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে তিন ফসলি জমি থেকে মাটি কাটার উৎসব।

স্থানীয় প্রভাবশালী আলামিন ও সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় এক মাস ধরে প্রায় সাড়ে তিন বিঘা তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে এলাকার পরিবেশ ও কৃষি উৎপাদন।

সরেজমিনে জানা যায়, দিনরাত ব্যাপকভাবে চলছে মাটি কাটার কাজ। এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, পাশাপাশি এলাকার পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিন ফসলি জমি দেশের খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হলেও তা রক্ষায় প্রশাসনের উদ্যোগ চোখে পড়ছে না।

এ বিষয়ে ঘুড়কা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা একাধিকবার নিষেধ করেছি, কিন্তু তারা কোনো নির্দেশনা মানছে না।’

অন্যদিকে, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এখন জানতে পারলাম, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি আইনে তিন ফসলি জমি থেকে মাটি কাটার ওপর কড়া নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যকরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা বলছেন, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়।

এ বিষয়ে এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *