রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শুক্রবার মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে। উদ্বোধনের আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় মেলা উদ্বোধন ও পরিদর্শন শেষে প্রধান অতিথি বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০টি স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আগামী ২ জুন পর্যন্ত মেলা চলবে।