রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে টুকুর আগমনে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র আগমন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ধানগড়া পৌর বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ে আগামী ২৭ নভেম্বর বুধবার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে আয়োজিত জনসমাবেশকে সফল করতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: ইয়াহিয়া খান হিরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমানসহ ৬টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ন আহবায়কসহ নেতাকর্মীরা।

প্রস্তুতি সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন শোহান বলেন, স্বৈরাচারী হাসিনার সরকার প্রতিহিংসার কারণে প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ ছাড়া করেছিল। তিনি দীর্ঘদিন পর নিজের জেলার রায়গঞ্জ উপজেলায় আসবেন। হাজারো মানুষ প্রিয় নেতাকে দেখার জন্য সমাবেশে আসবেন। সমাবেশটিকে সফল করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ হবে। দীর্ঘ ১৫ বছর কথা বলা যায়নি। ভোট দেওয়া যায়নি। আজ কথা বলা যায়। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের মাটি ও মানুষের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। তাই সর্বস্তরের মানুষই তাকে দেখার জন্য উন্মূখ হয়ে আছেন।

প্রস্তুতি সভা শেষে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাসস্ট্যান্ডে এক ঝটকা মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ