শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে ভূমিহীনদের বাড়ি-ঘরে হামলার অভিযোগে সমাবেশ

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীনদের বাড়ি ঘরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূমিহীনদের পক্ষে রায়গঞ্জ পৌর সভার বাশুড়িয়া এলাকার আবুল কাশেম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ দেওয়ার আগ মুহুর্তে ভূমিহীন ১০ পরিবারের সদস্যরা মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে একটি সমাবেশ করেছেন। এ সময় তারা তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়গঞ্জ পৌরসভার বাশুড়িয়া গ্রামে সরকারী খাস জায়গায় দীঘদিন ধরে প্রায় ৫০টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে। গত জুলাই-আগস্টে ছাত্র আন্দলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় একটি কুচক্রী মহল ভূমিহীনদের উচ্ছেদে বিভিন্নভাবে পাঁয়তারা করছে।

অভিযোগকারী আবুল কাসেম বলেন, আমরা দিন-মজুর খেটে খাওয়া সাধারন মানুষ। জীবিকা নির্বাহের তাগিদে আপন কর্মস্থলে থাকায় প্রতিপক্ষ আমাদের না পেয়ে আমাদের ঘর-বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ভূমিহীনদের প্রায় ১০ টি ঘর দা-সাবল দিয়ে কুপিয়ে ভেঙে ফেলে তারা। এর কিছুদিন পরে প্রতিপক্ষগণ ভূমিহীনদের চাষাবাদকৃত পুকুরের মাছ জোড় পূর্বকভাবে ধরে নেয়।

এছাড়াও শত্রুতার জেরে আমাদের মাঝে থাকা দিন মজুর খেটে খাওয়া সাধারণ অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করছে। সেই সাথে রাজনৈতিক মামলা দিয়ে দিনমজুর ভ্যানচালক মসলিম উদ্দিনকে ধরিয়ে দিয়েছে। তার ৪ ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী অনাহারে মানবেতর দিনযাপন করছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভূমিহীনরা।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ