বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে প্রান্তিক কৃষকদের বীজ ও সার সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের জন্য আসন না রাখায় তাৎক্ষণিক চলমান অনুষ্ঠানটি বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

অনুষ্ঠানস্থল উপজেলা পরিষদ হলরুমে প্রায় শতাধিক লোকজনের বসার ব্যবস্থা থাকলেও রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের জন্য রাখা হয়নি একটিও আসন। এতে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। পরে নেতাদের সিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠানটি বয়কট করা হয়।

ঘটনার ব্যাপারে রায়পুরা প্রেসক্লাব সভাপতি এম. নূরউদ্দিন আহমেদ বলেন, যেখানে জেলা প্রশাসক প্রধান অতিথি সেখানে সাংবাদিকদের আসন না রাখায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।

ঘটনাটি অত্যন্ত দু:খজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, মাহবুবুল আলম লিটন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক, দৈনিক কালের কন্ঠের রিপোর্টার আব্দুল কাদির, ভোরের সময় প্রতিনিধি তৌফিকুল হক, ঢাকা পোস্ট প্রতিনিধি তন্ময় সাহা, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শফিকুল ইসলামসহ আরও অনেকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ