
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ১২-ই রবিউল আওয়ালে আমাদের প্রিয় নবি হযরত মোহাম্মদ (সা) পৃথিবীতে আগমন করেন মানবজাতির মুক্তি ও শান্তির বাণী নিয়ে। আমরা সবাই যদি প্রিয় নবির আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত হবে কল্যাণকর।
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির পক্ষ থেকে রাজধানীর মতিঝিল এ. বি. জি কলোনি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব পরামর্শ দেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।
ফরিদুল হক বলেন, ১২-ই রবিউল আওয়াল বিশ্বনবির (সা.) আগমন; এর থেকে খুশি আর কিছু হতে পারে না। তাই আমরা এই দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে থাকি। তাছাড়া বাংলাদেশ সরকার দিনটি জাতীয় গেজেটের মাধ্যমে ছুটি ঘোষণা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও ১২-ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালন করতেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
এ আলোচনায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান আল্লামা শায়খ খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হাসান মুজিবুর, আশরাফুল আহমেদ লিওন, এম মিজান সরদার, আবু ছালেক (বুলবুল মুন্সি), মুফতি মাসুম বিল্লাহ, আবু বকর রাব্বি চৌধুরী, আজিজুর রহমান কিসলু, বাবুল ইসলাম, ইকরাম আহমেদ, শেখ তিতুমীর আকাশসহ অনেকেই।