শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোগী ভর্তিতে বাধা দেয়ার অভিযোগ সেবিকার বিরুদ্ধে

মিফতাহুল ইসলাম,  পীরগঞ্জ (রংপুর): রংপুরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসানিতে আসা এক রোগীকে ভর্তি হতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা রুনা লায়লার বিরুদ্ধে।

এ সময় রোগীকে জরুরি বিভাগ থেকে সেবিকা ও তার স্বামী শাহীন মিয়া আহত রোগীকে লাঞ্চিত করে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে জীবন বাঁচাতে ওই রোগীকে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

এ ঘটনায় গত ১৪ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। ওই স্বাস্থ্য সেবিকা দীর্ঘ ৭ বছর ধরে নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছে। যার কারনে স্থানীয় প্রভাব বিস্তার করে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে দুর্ব্যবহার ও উৎকোচ দিতে অপারগতা প্রকাশ করলে তিনি আর ওই রোগীদের সেবা দেয়না বলে জানিযেছেন একাধিক রোগীর স্বজন।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পানেয়া গ্রামের স্বাধীন মিয়া ও আছমতপুর গ্রামের নাদু মিয়ার মাঝে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে ১২ জানুয়ারি জমিতে কাজ করা অবস্থায় স্বাধীন মিয়া ও তার স্ত্রী সুমি বেগমের উপর নাদু মিয়ার নেতৃত্বে ১০/১২ জন হামলা করে বেদম মারপিট করে। এতে আহত হলে এলাকাবাসী ওই স্বামী- স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স রুমানার পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ থাকার কারণে ওই নার্স আহত স্বাধীন মিয়াকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে দেননি এমনকি ভর্তিও হতে হতেও দেননি বলে অভিযোগ করেছেন। এরফলে মুমূর্ষু অবস্থায় স্বাধীন মিয়াকে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ওই ঘটনায় ওই দিনই আহত সুমি বেগম পীরগঞ্জ থানায় ৯ জনকে এজাহারনামীয় আসামী করে একটি অভিযোগ দেন। এতে ৯নং আসামি করা হয়েছে সেবিকা রুনা লায়লাকে রুমানা (৩০) কে। এতে চরম ক্ষুব্ধ হন ওই নার্স।

সুমি বেগম জানান, আমি ও আমার স্বামীকে রক্তাক্ত জখম অবস্থায় গ্রামবাসী মেডিকেলে নিয়ে গেলে রুনা লায়লা আক্তার রুমানা ও তার স্বামী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে লাঞ্চিত এবং হেনস্থা করে। নিরুপায় হয়ে আমরা মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসারত আছি। আমি উক্ত নার্সের শাস্তি দাবি করছি।

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক (আরএমও) ডা: তারিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি এ বিষয়ে কাজ করা হচ্ছে শিগগির দোষীদের বিরুদ্ধে নিয়ম মাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *