
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেলে পিষ্ট হয়ে মনোয়ারা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। অপর দিকে মহনা খাতুন (৭) নামের এক স্কুল শিক্ষার্থী গুরত্বর আহত হয়। বৃদ্ধ নারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের মৃত্যু আব্দুর রশিদ মিয়ার স্ত্রী বলে জানা গেছে। আহত শিশু ওই নারীর নাতনি।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে চাক্তাবাড়ি গ্রাম এলাকায় ভাষা সৈনিক রুস্তম আলী দেওয়ানীর গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শিরা জানান, বৃদ্ধ নারী তার নাতনীকে পায়ে হেটে স্কুলে নিয়ে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধ নারীকে ধাক্কা দিলে নাতনীসহ সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উভয়কে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ নারীকে মৃত ঘোষণা করেন।অপর দিকে আহত নাতনীকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘাতক মোটরসাইকেলটি আটক করে থানায় আনা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিসে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।