
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১২ অক্টোবর ২০২২ সফলতা এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বুধবার ১২ অক্টোবর সকালে তার নিজ কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে এক বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়।
এ সময় ইউএনও মো. ইমরান হোসেনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ইউপি চেয়ারম্যান ও উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন ও সদর উপজেলা মানুষের নজর কেড়েছেন।
মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে সদর উপজেলা মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
উল্লেখ, ইউএনও মো.ইমরান হোসেন গত ১২ অক্টোবর ২০২১ অত্র উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।