বৃহস্পতিবার, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সুপারির বিশাল বাজার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সুপারীর বিশাল বাজার। গত বছর তুলনায় এ বছর সুপারীর দাম কিছুটা বেশি। এবার অতিবৃষ্টি ও বন্যার কারণে সুপারীর উৎপাদন কম হওয়ায় বাজারে দামের উর্ধ্বগতি দেখা যায়।

প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য ফড়িয়া এবং স্থানীয় বাগান মালিকেরা এ বাজারে সুপারি পাইকারি বিক্রি করেন। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এ বাজার থেকে সুপারি ক্রয় করেন। আবহাওয়া স্বাভাবিক হলে উৎপাদন বাড়বে এবং বাজারে দাম কিছুটা স্থিতিশীল হবে বলে স্থানীয় বাগান মালিকেরা জানান।

চট্টগ্রাম থেকে সুপারি কিনতে আসা পাইকার জসিম উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জের সুপারির মান ভালো হওয়ায় সব সময়ই আমরা চন্দ্রগঞ্জ বাজারে সুপারি কিনতে আসি। এখান থেকে সুপারি নিয়ে আমরা দেশের বিভিন্ন আড়তে পাঠাই। সেখান থেকে সুপারি বিদেশে রপ্তানি করা হয়।

সুপারি বিক্রি করতে আসা বাগান মালিক আবদুল মমিন বলেন, চলতি মৌসুমে অতি বৃষ্টি ও বন্যার কারণে সুপারি উৎপাদন কম হয়েছে। আজ এ বাজারে প্রতি পণ (৮০টি) সুপারি ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করেছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ