
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত টেনিস কমপ্লেক্সে এর শুভ উদ্বোধন।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের আয়োজনে নির্মিত টেনিস কমপ্লেক্সে শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ড. মো: আবুল হোসেন, পুলিশ সুপার,মোঃ মাহফুজ্জামান আশরাফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, কুলপ্রদীপ চাকমা, লক্ষ্মীপুর সিভিল সার্জন,ডাঃ আহাম্মদ কবীর, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. সালাহ্ উদ্দিন টিপু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, উপপরিচালক, এনএসআই বশির উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও টেনিস ক্লাবের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ।