রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে প্রকল্পে অনিয়ম, বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি : শত কোটি টাকার প্রকল্পে অনিয়মের কারণে সাধারণ নাগরিকদের প্রতিবাদের মুখে নির্মাণ কাজ বন্ধ রেখেই গা-ঢাকা দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। শুক্রবার রাত নয়টার দিকে সোনামিয়া ঈদগা এলাকার পাশে কার্পেটিং চলার সময় এমন ঘটনা ঘটে।

এসময় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের অনেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট প্রাইমকোট ব্যতীত কার্পেটিং করা, কার্পেটিংএ নির্ধারিত সাইজের থেকে বড়ো পাথর ব্যবহারসহ নানা অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা মতে এভাবে কাজ হচ্ছে বলে জানান।

উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ নাগরিকগণ প্রকল্পের প্রাক্কলন বা কাজের স্টিমেট দেখতে চাইলে তারা এর কোন সঠিক উত্তর না দিয়ে, কাজ বন্ধ করে ঘটনা স্থল থেকে চলে যান। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের কোন সঠিক উত্তর না দিয়েই সড়ক ও জনপদ বিভাগ দুই প্রকৌশলী কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

জানাগেছে ২০১৯ সালে লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক নির্নমান কাজের অনুমোদন হলেও কয়েক ধপা সময় বৃদ্ধির পর আগামী জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। তাই কোন রকম দায়সারা ভাবে রাতের আঁধারে ব্যাপক অনিয়মের মাধ্যমে তড়িঘড়ি করে কাজ শেষ করতে উঠেপড়ে লেগেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের এঅনিয়মে সাথে সড়ক ও জনপদ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা জড়িত বলে অভিযোগ উঠেছে।

ইতিমধ্যে এ প্রকল্প নিয়ে ব্যবসায়ী, সাধারণ নাগরিক, সুশীল সমাজসহ সোস্যাল মিডিয়ায় ব্যপক সমালোচনার মুখে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু কাজ পরিদর্শন কালে অনিয়মের বিষয়ে সর্তক করেন এবং কাজের স্টিমেট সাথে রেখে নির্মান কাজ করার জন্য বলেন।

এ বিষয়ে জানতে চেয়ে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ