মো. জিল্লুর রহমান, লাকসাম(কুমিল্লা): লাকসাম বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এর স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।
এতে ভাইয়া গ্রুপের পরিচালক ও লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মজির আহমেদকে আহবায়ক, মৌসুমী অটোরাইস মিলের মালিক আবুল হাসেম মানুকে যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিব হিসাবে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীকে অর্ন্তভুক্ত করে এ কমিটি প্রকাশ করা হয়।
তবে বণিক সমিতির আহবায়ক কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির একাংশসহ লাকসাম বাজারের কয়েকজন ব্যবসায়ী এ কমিটিকে প্রত্যাখান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতি দেয়। এ কমিটির পক্ষে বিপক্ষে বিবৃতিতে সরগরম হয়ে উঠেছে লাকসাম।
অপরদিকে বৃহস্পতিবার লাকসাম উত্তর বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে নবগঠিত বণিক সমিতির আহবায়ক কমিটিকে লাকসাম বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেয়।
এ বিষয়ে লাকসাম বণিক সমিতির নবগঠিত কমিটির আহবায়ক মো. মজির আহমেদ বলেন, কয়েকদিন আগে লাকসাম বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে আমরা একটি মতবিনিময় সভা করেছি। ওই সভায় উপস্থিত ৯০ শতাংশ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আজকের এই আহবায়ক কমিটি। আমরা বাজারের ব্যবসায়ীদের স্বার্থে সকল ব্যবসায়ীদের নিয়ে ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেব।