নিজস্ব প্রতিবেদক মো. মনজুরুল ইসলাম (মনজু) : ডেমরা থানার শান্তিবাগ এলাকা থেকে আপন ঘর নামক নির্মাণাধীন ভবনের নিচতলায় লিফটের সামনে থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ গত ২৭ সেপ্টেম্বর উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং লাশটি শনাক্তের জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) অপরাধ শনাক্তকরণ ইউনিট নির্মাণাধীন ভবন থেকে তরুণীর আঙুলের ছাপ, ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। প্রাথমিকভাবে মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পরে নির্মাণাধীন ভবন থেকে সকাল ১১.৪৫ মিনিটে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
উল্লেখ্য যে, তরুণীর বয়স ১৮/২০ বছর হতে পারে। তাঁর পরনে কালো রঙের প্রিন্টের সালোয়ার কামিজ রয়েছে। তাঁর বাম চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে আছে।
এ ব্যাপারে গতরাতে তিন জনকে আটক করে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়। ৩ জন হলেন, সবুজ, সাগর ও মীর হোসেন।
ভবনটি নির্মাণ করছেন স্থানীয় ডেভলপার শামীম নামে জনৈক ব্যক্তি।